চলিত বছরে আর পলো বাওয়া হচ্ছে না।
আগামী শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ তারিখে উমনপুর গ্রামে চলতি বছরের সর্বশেষ পলো বাওয়া অনুষ্ঠিত হবে। এই ঐতিহ্যবাহী উৎসবে উমনপুর গ্রামের সকল আবাল-বৃদ্ধ-বনিতা অংশগ্রহণ করে আনন্দ ও খুশি ভাগাভাগি করেন।
উল্লেখ্য, উমনপুর গ্রামে প্রতিবছর পলো বাওয়া উৎসবের আয়োজন করা হয়, যা গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।