মাদ্রাসার হিফয ও মক্তব শাখার তালেবানদের ড্রেস
উমনপুর গ্রামের কৃতি সন্তান ফ্রান্স প্রবাসী জনাব মোঃ তোফায়েল আহমেদ (Tufayl Ahmed) এর পক্ষ থেকে জামেয়া মাহমুদিয়া মায্হারুল উলূম উমনপুর মাদ্রাসার হিফয ও মক্তব শাখার তালেবানদের জন্য পাঞ্জাবি উপহার দিয়েছেন।
আলহামদুলিল্লাহ্!